লম্বা হতে চান ? শুধু মাত্র এই কাজটি করুন !

পরিণত বয়সে দৈর্ঘ্য বাড়াতে চান, উপায় আছে একটা। কিন্তু তা ভীষণই ব্যায়সাপেক্ষ। উদাহরণ স্বয়ং মহাকাশচারী স্কট কেলি। ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনে ৩৪০ দিন কাটিয়ে ১ মার্চ পৃথিবীতে ফিরেছেন কেলি। কেলি জানিয়েছেন, যখন পৃথিবী থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি দেন তখন তার যা উচ্চতা ছিল, ফিরে এসে দেখেন আরো ২ ইঞ্চি লম্বা হয়ে গিয়েছেন তিনি। নাসা-র জেফ উইলিয়ামস জানিয়েছেন, স্কটের লম্বা হওয়ার ব্যাপারটা প্রত্যাশিতই ছিল। তবে এটা ক্ষণস্থায়ী। কেন এরকমটা ঘটে, তা ব্যাখ্যা করে জানিয়েছেন উইলিয়ামস্। তিনি বলেন, মহাকাশে থাকলে মেরুদণ্ড দীর্ঘায়িত হয়। তাই স্বাভাবিকভাবেই ফিরে আসার পর উচ্চতা বেড়ে যায়। পৃথিবীতে ফিরে আসার পর স্বল্প সময়ের মধ্যেই আবার আগের উচ্চতায় ফিরে আসে মহাকাশচারীরা। কেলিরও তাই হয়েছে। স্কটের উচ্চতা বেড়ে যাওয়া নিয়ে একটি গবেষণাও করবে নাসা। মহাকাশ থেকে ফিরে আসার পর তার এবং তার যমজ ভাই মার্কের কতটা উচ্চতার পার্থক্য হলো, সেই নিয়ে পরীক্ষা করবেন বিজ্ঞানীরা। এইজন্য মহাকাশচারী না হয়েও সেই গবেষণায় অংশ নেবে কেলির ভাই।



মন্তব্য চালু নেই