সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লতিফ সিদ্দিকীর বক্তব্যের দায় নেবে না সরকার

নবী (সা.), হজ, তাবলীগ জামাত ও সজীব জয়কে নিয়ে কটূক্তিকারী মন্ত্রী লতিফ সিদ্দকীকে ‘অবিবেচক’ বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বক্তব্যের কারণে লতিফ সিদ্দিকী নিজেই বেকায়দায় পড়েছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘কেউ যদি অবিবেচকের মতো কথা বলে তাহলে তো আমরা বরদাশত করবো না। তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেয়ার আমরা নেব। ’
তিনি আরো বলেন, ‘এটা তো সরকার বলেনি। তিনি যা বলেছেন সেটার দায় তারই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তাকে মন্ত্রিসভায় রাখব না বলেছি, রাখব না। তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে আমরা দেরি করিনি। সংবিধান মেনে তাকে অব্যাহতি দেয়া হবে। ’
লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কারের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘পার্টি থেকে লতীফ সিদ্দিকীকে বিদায় করতে হলে দলের গঠনতান্ত্রিক নিয়ম মেনে তার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে। নিয়ম মেনে যা বলেছি তা কার্যকর হবে।’
বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র দল যারা গঠনতন্ত্র মেনে দল পরিচালনা করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান, সেখানে বিভিন্ন দেশের নেতার সঙ্গে বৈঠক বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজনে নৈশভোজে অংশগ্রহণের বিষয়গুলো উল্লেখ করছেন।
এসময় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি জাতিসংঘে প্রশংসিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।



মন্তব্য চালু নেই