লতিফকে ক্ষমা চাইতে ৩ দিনের আলটিমেটাম

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির দায়ে জাতির কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে চট্টগ্রামের বন্দর পতেঙ্গা আসনের সাংসদ এম এ লতিফকে তিন দিনের আলটিমেটাম দিয়েছে তার নির্বাচনী এলাকার জনগণ।

রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এই আলটিমেটাম ঘোষণা করা হয়। ক্ষমা না চাইলে লতিফকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বন্দর-পতেঙ্গা আসনের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, হাজী ইকবাল হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, এম এ লতিফ বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ও মুখমণ্ডলের সঙ্গে তার শরীর জুড়ে দেওয়ায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। জাতির জনকের সঙ্গে এমন বেয়াদবির উচিত শাস্তি চাই। এম এ লতিফকে আগামী তিন দিনের মধ্যে এ জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। না হলে তাকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।



মন্তব্য চালু নেই