লড়াইয়ের পর কুমিরকে গিলে খেল আর এক কুমির! (দেখুন ছবিতে)

বড় সাপ ছোট সাপকে খেয়ে ফেলার ঘটনার কথা কমবেশি সবাই জানি। কিন্তু বড় কুমির ছোট কুমিরকে খেয়ে ফেলেছে— এমন কথা শুনেছেন! সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি ন্যাশনাল পার্কে এ ঘটনা ঘটেছে।

গত সপ্তাহের শুরুতে কুইন্সল্যান্ডের রিনিয়ারু ন্যাশনাল পার্কে বেড়াতে যান স্যান্ডি বেল ও তার ছেলে নিকোলাস ম্যাককুয়েনি। সেখানেই ওই দুর্লভ মুহূর্তের ছবি তুলেন বেল।

Crocodile (2)

স্যান্ডি বলেন, প্রায় ১৬ ফুট লম্বা একটি কুমির পানির মধ্যে বসেছিল। কাছাকাছি পানির তীরে বসেছিল আরেকটি ছোট কুমির। হঠাৎ করেই বড় কুমিরটি ছোট কুমিরকে আক্রমণ করে বসে।

স্যান্ডির ভাষায়, ‘এটা (বড় কুমির) ছোটটিকে শূন্যে ছুড়ে মারে, এরপর পানিতেই এটাকে আছড়াতে থাকে। একে একে ছোট কুমিরটির লেজ, পা খেতে থাকে ওটা।’

Crocodile (3)

কুমিরকে খাওয়ার সময় বিশাল মাথার ওই বড় কুমিরকে ‘দানবের মতো’ দেখাচ্ছিল বলেও উল্লেখ করেন স্যান্ডি।

Crocodile (4)

কুমির খাওয়ার এই বিরল দৃশ্যটির বিভিন্ন ছবি নিজের ফেসবুক পেজেও পোস্ট করেছেন অস্ট্রেলিয়ান এই পর্যটক।



মন্তব্য চালু নেই