কবিতা

লজ্জাহীন

লজ্জাহীন

-সূর্য পলাশ

                                   আইন বিভাগ ,

                                                            গণ বিশ্ববিদ্যালয় ,সাভার, ঢাকা

আমার লজ্জা নেই,

তোমার লজ্জা নেই,

আমাদের লজ্জা নেই,

আমরা নির্লজ্জ ।

আমি,তুমি,আমরা অনেকেই

কেমন মুখ ফিরিয়ে,

চোখ ঘুরিয়ে,

কত ভণ্ডামি,

কত গুণ্ডামি,

কত নষ্টামি,

নির্মম কত ফাজলামি !

দেখেও না দেখার ভান করি,

লম্পটদের তোয়াজ করি ।

আমাদের লজ্জাবোধ নেই-

আছে লজ্জাস্থান,

এ নগ্ন সমাজ বোধ জাগায় না,

দেয় শুধু পোশাকি সমাধান ।



মন্তব্য চালু নেই