লঙ্কান দূর্গে মিরাজের পর তাসকিনের ছোবল

শ্রীলঙ্কার কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় ম্যাচটি শুরু হয়েছে। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

স্কোর: শ্রীলঙ্কা ১৪ ওভার শেষে ৮৭/২।

আউট: দানুশকা গুনাথিলাকা (৩৪), উপুল থারাঙ্গা (৩৫)।

তাসকিনের বলে বোল্ড থারাঙ্গা: ওয়াইড দিয়ে বোলিং শুরু করেন তাসকিন। এরপর দুই-তিনটি বাজে বলও করেছিলেন। কিন্তু নিজের তৃতীয় ওভারে দলকে সাফল্য এনে দেন ডানহাতি এ পেসার। তাসকিনের বল মিডলে পড়ে স্কিড করে স্ট্যাম্পে আঘাত করে। বাড়তি পেস এবং খানকটা বাউন্সে বল মিস করেন থারাঙ্গা। আউট হওয়ার আগে ৩৫ বলে ৩৫ রান করেন লঙ্কান অধিনায়ক।

মিরাজের হাত ধরে প্রথম সাফল্য: ১১তম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। নিজের তৃতীয় ওভারে মিরাজ আউট করেন দানুশকা গুনাথিলাকাকে। মিরাজের বলে ফরোয়ার্ড ডিফেন্স খেলতে গিয়ে শর্ট এক্সট্রা কাভারে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন। ৩৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন গুনাথিলাকা।

শ্রীলঙ্কার উড়ন্ত সূচনা: টস হেরে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্মক ক্রিকেট খেলছে শ্রীলঙ্কা। ৮ ওভার শেষে স্বাগতিক দলের রান ৬১। উপল থারাঙ্গা সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। ২৪ বলে লঙ্কান অধিনায়ক এখন পর্যন্ত তুলেছেন ২৮ রান। দানুশকা গুনাথিলাকা ২২ বলে করেছেন ২৮ রান। মুস্তাফিজুর রহমানের করা ষষ্ঠ ওভারে ১৪ রান তুলেছে লঙ্কান দুই ওপেনার।

ত্রিশ মিনিট পেছাল ম্যাচ: বাংলাদেশ সময় সকাল দশটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ ত্রিশ মিনিট পিছিয়ে দিয়েছে। সকাল সাড়ে দশটায় ম্যাচ শুরু হবে।

টস: টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন

একাদশে পরিবর্তন : বাংলাদেশ একাদশে আজ কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

সিরিজ: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল বাংলাদেশ। ৯০ রানের জয়ে বাংলাদেশ লিড পায় ১-০ ব্যবধানে। দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের সূবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়।

সিরিজ জিতবে তো বাংলাদেশ: দেশের বাইরে চারটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ পঞ্চম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এর আগে জিম্বাবুয়ের মাটিতে দুবার, একবার কেনিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

ছয় বছর পর সিংহলিজে ওয়ানডে ম্যাচ: ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি সিংহলিজের এ মাঠে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘদিন পর ঐতিহাসিক এ মাঠে ফিরছে ওয়ানডে ক্রিকেট।

রৌদ্যজ্বল আবহাওয়া: আগের দুদিন আকাশ কিছুটা মেঘলা থাকলেও আজ কলম্বোর পুরো আকাশে মিষ্টি রোদ। আকাশ এখন অনেকটাই মেঘমুক্ত। রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় মাঠে নামছে দুই দলের ক্রিকেটাররা।



মন্তব্য চালু নেই