লক্ষ্মীপুরের রামগতি বিএনপির পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বিএনপির পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা বিএনপির নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত পৃথক কর্মীসভায় পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়।

কমিটির একটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানকে সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অপরটিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরাফ উদ্দিন আজাদ সোহেলকে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবি আব্দুল্লাকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

স্থানীয়রা জানায়, বিএনপির এ পাল্টাপাল্টি কমিটি গঠনের মধ্যে দিয়ে দ্বিধা-বিভক্ত রামগতি উপজেলা বিএনপির বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। এ নিয়ে দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে সংঘর্ষের ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।



মন্তব্য চালু নেই