রোহিঙ্গাদের নির্যাতন বন্ধে মুসলিম দেশকে এগিয়ে আসতে হবে

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নিতে মুসলমান দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতি গভীর উদ্বেগজনক উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘ মিয়ানমারে এ পর্যন্ত অসংখ্য লোক প্রাণ হারিয়েছে। অনেক লোককে ভয়াবহ মৃত্যুর মুখে পড়তে হয়েছে এবং যারা নৃশংসতার মধ্যে জীবনযাপনে বাধ্য হয়েছে তাদেরকে অবর্ননীয় নির্যাতনের প্রত্যক্ষদর্শী হতে হয়েছে। আর এ কারণেই আমরা আর নিশ্চুপ থাকতে পারি না।’

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের যে পরিস্থিতি চলছে তাতে মিয়ানমারে জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন নাজিব রাজাক। তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে দেশটিতে জঙ্গিবাদের নতুন ঠিকানা হতে পারে। সন্ত্রাসবাদী উপাদান ছড়িয়ে পড়তে পারে এবং নিপীড়ত এই সম্প্রদায়কে সম্ভবত মৌলবাদের দিকে ঝুঁকতে সাহায্য করতে পারে।’

গত ৯ অক্টোবর রাখাইনের সীমান্তচৌকিতে হামলার পর থেকে দেশটির সশস্ত্র বাহিনী রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। জাতিসংঘের হিসেবে গত কয়েক মাসে ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তবে মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ওপর নিপীড়নের এসব অভিযোগ প্রত্যাখান করে আসছে।



মন্তব্য চালু নেই