রোমে বাংলা স্কুলের উদ্বোধন

ইতালির রাজধানী রোমে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইতালীয়ান শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষায় শিক্ষিত করার লক্ষে বাংলা স্কুলের উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় রোমের বিশিষ্টজনদের উপস্থিতিতে এ পাঠশালার যাত্রা শুরু হয়। ফিতা কেটে আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ বাংলা স্কুল উদ্বোধন করা হয়। মাতৃভাষা বাংলাকে জানতে, বুঝতে ইতালিতে বেড়ে উঠা শিশুদের জন্য এ স্কুল বিশেষ ভূমিকা রাখবে বলে স্কুলের শিক্ষকরা মনে করছেন।

প্রধান উপদেষ্টা হাবীব চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বাংলাদেশ সমিতির সভাপতি মো. হাসানুজ্জামা জামান, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু, ইপিবিএ সভাপতি লায়লা শাহ, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, মহিলা লীগ সভাপতি ইয়াসমিন আক্তার রোজী, সাধারণ সম্পাদক নয়না আহমেদ, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রসিদ, বিএনপি নেতা ইমদাদুল হক মৃধা, বিশিষ্ট সাংবাদিক খান রিপন, প্রবীন সাংবাদিক জমির হোসেন,মহিলা সংস্থার সভাপতি শান্তা সিকদার, সিনিয়র সহসভাপতি সানজিদা আহমেদ, মামুন শেখসহ বিভিন্ন শ্রেশি পেশার মানুষ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কুলের শিক্ষক মৌসুমী মৃধা, নাসরিন আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন- অভিভাবকরা ব্যস্ততার কারণে ছেলে মেয়েদেরকে সঠিকভাবে দেখাশোনা করতে পারছে না। তাই দুর্ভাগ্যবসত তারা বাংলায় লিখতে ও পড়তে পারছে না। ফলে মাতৃভাষা হওয়া সত্ত্বেও আপন করে নিতে পারছে না উঠতি বয়সের শিশুকিশোররা। উপযুক্ত সময়ে সঠিক বাংলা শিক্ষা দিতে না পারলে এক সময় এই ভাষা তাদের জন্য এক অপরিচিত ভাষায় রূপ নেবে। এতে আমাদের কষ্টে অর্জিত ভাষা অপমানিত হবে।

বিদ্যালয়ের প্রধান উদ্যেক্তা বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দীকী বাচ্চু বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলা ভাষা প্রায় ভুলতে বসেছে। তাই বাংলা পাঠশালা নতুন প্রজন্মকে মাতৃভাষা বাংলা, ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইতালি ভাষার চর্চায় এ পাঠশালা চালু করা হয়েছে।



মন্তব্য চালু নেই