রোববার হরতাল নয় বিক্ষোভ

আগামীকাল রোববার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর আগে দলটির একাধিক সূত্র হরতাল কর্মসূচির কথা বললেও সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের জনসভার অনুমতি না মেলায় এ কর্মসূচি দিয়েছে দলটি।

এর আগে শুক্রবার বিকেল থেকে ডিএমপিতে একাধিকবার চেষ্টা করেও জনসভার অনুমতি নিশ্চিত করতে পারেনি বিএনপি। এ নিয়ে চরম দলটির অভ্যন্তরে চরম ক্ষোভের র সৃষ্টি হয়। এ অবস্থায় রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল বৈঠকে বসেন। প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে দলের পরবর্তী কর্মসূচি হিসেবে রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



মন্তব্য চালু নেই