রোববার ছাত্রদলের বিক্ষোভ

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশব্যাপী সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।

রোববার এই কর্মসূচি পালনের কথা জানিয়েছেন সংগঠনটির দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী। বঙ্গবন্ধুকে নিয়ে লন্ডনে কটূক্তি করার পর আওয়ামী লীগের এক নেতার দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার ‘অবৈধ ক্ষমতাসীনদের’ ভয়ঙ্কর প্রতিহিংসা ও অপপ্রচারের শিকার অভিযোগ করে নেতারা বলেন, ‘তারেক রহমান দেশবিরোধী অপশক্তির প্রধান টার্গেট। তার বিরুদ্ধে অপপ্রচার আওয়ামী লীগের চিরাচরিত রাজনৈতিক কৌশল। খোদ শেখ হাসিনাই তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত।’

তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করার দাবি জানান।



মন্তব্য চালু নেই