রোবট যখন নিরাপত্তারক্ষী

এবার চীনের শেনজেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিরাপত্তার জন্যে চালু করা হল এক নতুন ব্যবস্থা। এই এয়ারপোর্টে রোবট দিয়ে নিরাপত্তা ব্যবস্থা দেখা হবে। একটি সংবাদমাধ্যম সূত্র থেকে জানা গিয়েছে, এটিই জনবহুল স্থানে দেশটির প্রথম রোবট চৌকি। প্রাথমিকভাবে এয়ারপোর্টের শুধু একটি টার্মিনালেই চালু করা হয়েছে এই রোবট সুরক্ষা ব্যবস্থার জন্যে। ডিম্বাকার এই অ্যানবট রোবটগুলো দেখতে অনেকটা ‘স্টার ওয়ার্স’ সিনেমার ‘আর2ডি2’ রোবটের মতো।

বিশ্লেষণের জন্য রোবটটির মুখে একটি ডিজিটাল পর্দা রাখা হয়েছে। আর উচ্চমানের ক্যামেরা দিয়ে ভ্রমণকারীর ছবি তুলে রাখে রোবটগুলো। চীনের সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্ট শেনজেন ইন্টারন্যাশনাল। আপাতত নিরাপত্তা ক্যামেরার মতই কাজ করবে রোবটগুলো। এর পাশাপাশি ঘন্টায় ১৮ কিলোমিটার বেগে চলতে পারে এটি। নিরাপত্তার জন্য একটি ‘হাত’ও রয়েছে রোবটের। ওই হাতটি বৈদ্যুতিক শক দিতে পারে বলে জানা গিয়েছে। এ ছাড়াও বিস্ফোরক, অস্ত্র এবং মাদকদ্রব্য শনাক্ত করতে সক্ষম এই রোবট। চাংশা এর কেন্দ্রীয় শহরের একটি ইউনিভার্সিটিতে রোবটটি তৈরি করা হয়। ব্যাংক এবং স্কুলে নিরাপত্তার কাজেও রোবটটিকে ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই রোবটটির দাম করা হয়েছে ১৫ হাজার মার্কিন ডলার। -কলকাতা



মন্তব্য চালু নেই