‘রোনালদো নয়, মেসিই সেরা’

বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় কে? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? এ বিতর্ক গত কয়েক বছর ধরেই চলছে। অবশ্য রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ ফ্যাবিও ক্যাপেলোর মতে, রোনালদো নয়, মেসিই বিশ্বের সেরা ফুটবলার।

বর্তমানে রাশিয়া জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করছেন ক্যাপেলো। এর আগে ১৯৯৬-৯৭ ও ২০০৬-০৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন এই ইতালিয়ান। দুবার দলকে লা লিগার শিরোপাও জেতান তিনি।

মেসিকে নিয়ে ক্যাপেলো বলেন, ‘মেসির মধ্যে বেশ সৃজনশীলতা ও কল্পনাশক্তি আছে। সে সরাসরি গোল করতে যায়। বিশ্বের অন্য কেউ তার মতো পাস দিতে পারে না।’

রোনালদোর প্রসঙ্গে রিয়ালের এই প্রাক্তন কোচ বলেন, ‘রোনালদো শক্তি ও গতির খেলোয়াড়। তার শট অনেক জোরালো হয় এবং সে স্বাভাবিক গোলদাতা।’

এরপর বার্সার তারকা নেইমারের প্রসঙ্গও তোলেন ক্যাপেলো, ‘নেইমার তরুণ খেলোয়াড়। তাকে আরো সময় দেওয়া প্রয়োজন। আমার মতে, রোনালদোর চেয়েও এই ব্রাজিলিয়ানের কল্পনাশক্তি ভালো। তবে দুজনই মেসির থেকে অনেক পিছিয়ে। মেসি ভিন গ্রহের।’



মন্তব্য চালু নেই