রোনালদোর মূল্য এক বিলিয়ন ইউরো!

গ্যারেথ বেলের আগে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব রিয়াল মাদ্রিদ তার চেয়েও বেশি দাম দিয়ে (১০০ মিলিয়ন ইউরো) কিনে নিয়েছে বেলকে। তবে চলতি মৌসুমে যেভাবে উড়ছেন পর্তুগিজ এই তারকা, তাতে রোনালদোর মূল্য ১ বিলিয়ন ইউরোর বেশি বলে মন্তব্য করেছেন তার এজেন্ট।
চলতি মৌসুমে মাত্র ১১ ম্যাচ খেলে ১৯ গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর চলতি বছরে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৬০-এ। ধারনা করা হচ্ছে, যেভাবে উড়ছেন রিয়াল তারকা, তাতে আগামী বছরের ফিফা ব্যলন ডি’অরটাও তার নামে লিখা হয়ে যেতে পারে। শুধু তাই নয়, রোনালদোর কৃতিত্বে লা লিগা এমনকি চ্যাম্পিয়ন্স লিগও জিততে পারে রিয়াল মাদ্রিদ।
মাত্র কয়েকদিন আগে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেজ মন্তব্য করেছেন, ‘ম্যানইউতে নয় রিয়ালেই থাকবেন রোনালদো। এমনকি ৪০ বছর বয়স পর্যন্তও খেলতে পারেন তিনি এবং ওই বয়সেই রিয়াল থেকে অবসরে যাবেন সিআর সেভেন।’
স্প্যানিশ পত্রিকা এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেন্ডেজ বলেন, ‘বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হিসেবেও নাম লেখাতে সক্ষম রোনালদো। বর্তমান সময়ে তার সঙ্গে আর কারও তুলনা চলে না। ফুটবল হলো বিশ্বের সবচেয়ে সেরা খেলা এবং এই সেরার সবচেয়ে সেরা তারকা হলেন রোনালদো।’
মেন্ডেজকে যখন জিজ্ঞাসা করা হলো, কোন ক্লাব যদি রোনালদোকে কিনতে চায় তাহলে বাই আউট ক্লজ হিসেবে কত পরিশোধ করতে হবে? জবাবে মেন্ডেজ বলেন, ‘অন্তত এক বিলিয়ন ইউরো তো তার মূল্য প্রাথমিকভাবে ধরতে হবে। তারপর অন্য কথা।’ রোনালদোর এজেন্ট আরও জানান, ‘যেভাবে খেলে চলেছেন সিআর সেভেন, তাতে তার বিশ্বাস খুব শীঘ্রই স্প্যানিশ ফুটবলে সবধরনের ব্যাক্তিগত গোলের রেকর্ড তিনি ভঙ্গ করবেন।’



মন্তব্য চালু নেই