রোদ-বৃষ্টির খেলা চলবে বুধবার পর্যন্ত

সকালে রোদ, বিকেলে বৃষ্টি। কখনো মুষলধারায়, কখনো আবার গুঁড়িগুঁড়ি। এভাবেই চলছে গত দু’তিন দিন। আবহাওয়ার পরিবর্তনশীল এমন আচরণ অব্যহত থাকবে বুধবার পর্যন্ত।
এমনটাই জানান আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আকাশে সঞ্চালনশীল মেঘমালা জমে থাকার কারণেই আবহাওয়ার এমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকবে বুধবার পর্যন্ত। তারপর ধীরে ধীরে আবহাওয়া স্থিতিশীল অবস্থায় ফিরবে।’
উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে দক্ষিণ ছত্রিশগড় এবং পাশের দক্ষিণ-পশ্চিম উড়িষ্যা এলাকায় ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হেনেছে। তবে এ ঘূর্ণিঝড় আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে এবং বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
সাইক্লোন পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।



মন্তব্য চালু নেই