রোটারিয়ান আরিফ আন্তর্জাতিক রোটারী জেলা ৩২৮১ বাংলাদেশের রোটারী গভর্নর নির্বাচিত

রোটারিয়ান এফ এইচ আরিফ ২০১৭-১৮ বর্ষের আন্তর্জাতিক রোটারী জেলা ৩২৮১ বাংলাদেশের রোটারী গভর্নর নির্বাচিত হয়েছেন। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

তিনি ১৯৮৭ হতে আন্তর্জাতিক রোটারীর মাধ্যমে সমাজকল্যাণে ব্রতী। এছাড়াও তিনি ১৯৯৪-৯৫ বর্ষে বাংলাদেশের নির্বচিত রোটার‌্যাক্ট প্রধানের দায়িত্ব নির্বাহ করেন। গভর্নর নির্বাচিত হবার পূর্বে তিনি সমাজকল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সাফল্যের জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ ক্লাব সভাপতি, শ্রেষ্ঠ লেফটেন্যান্ট গভর্নর সহ অন্যান্য রোটারী আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে ভূষিত হন।

রোটারিয়ান আরিফ বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) ক্যাডারে অতিরিক্ত কর কামিশনার হিসেবে কর্মরত। তিনি বিপিএটিসি এর রেক্টরস স্বর্ণপদক সহ সেবার জন্য বাংলাদেশ স্কাউটস কতৃক প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (১৯৮৮), সিএনসি অ্যাওয়ার্ড (২০০৮), প্রেসিডেন্ট মেডেল (২০০৯) এবং দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় অ্যাওয়ার্ড ‘সিলভার হিলসা’ অ্যাওয়ার্ড লাভ করেন।

তাঁর সহধর্মিনী রোটারী এ্যান রোকেয়া হক বিশ্ব ব্যাংকে বিশেষজ্ঞ পদে কর্মরত এবং দুই সন্তান আসির আরিফ (১৭) এবং আরিহা আরিফ(১৫) শিক্ষার্থী।



মন্তব্য চালু নেই