রেলের প্রকল্পগুলো এ মেয়াদেই শেষ হবে

রেলের চলমান প্রকল্পগুলো বর্তমান সরকারের মেয়াদের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। প্রকল্পগুলো সমাপ্ত হলে রেলখাত অনেক উন্নত পর্যায়ে চলে যাবে বলেও মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার রেলভবনে ‘বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা জানান।

রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট যৌথভাবে এ অনুষ্ঠানটির আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই রেলওয়ের চলমান প্রকল্পগুলো শেষ হবে।’ এ সময় মন্ত্রী কিছু প্রকল্পের নাম উল্লেখ করেন। পদ্মাসেতু সংযোগ লাইন, বঙ্গবন্ধু সমান্তরাল রেল সেতু, ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেল লাইন, ঢাকা-নারায়নগঞ্জ ডাবল রেল লাইন, টঙ্গী-জয়দেবপুর দ্বিতীয় রেল লাইন, খুলনা-মংলা নতুন রেল লাইনসহ আরও বেশকিছু প্রকল্পের নাম উল্লেখ করে তিনি। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রেলখাত অনেক দূর এগিয়ে যাবে। রেলের দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে।

মন্ত্রী আরো বলেন, ‘রেলের বহরে ২৭০টি নতুন কোচ যুক্ত হবে। এর মধ্যে ১৫০টি কোচ আসবে ইন্দোনেশিয়া থেকে। ১২০টি কোচ আসবে ভারত থেকে। আগামী ছয় মাসের মধ্যে প্রথম ধাপে কিছু সংখ্যক কোচ আসবে। পর্যায়ক্রমে বাকিগুলো আসবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী ঈদুল ফিতর উপলক্ষে অধিক কোচ ও ইঞ্জিন মেরামত করে রেল বহরে যোগ করা হবে এবং বেশি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ‘রেলের উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার পাশাপাশি বাস্তবায়নে সংশ্লিষ্টদের তৎপর থাকতে হবে। রেলের পরিকল্পনা বিভাগকে আরো শক্তিশালী করতে হবে।’

এতে আরো বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেল সচিব ফিরোজ সালাহ উদ্দিন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ ডাব্লিউবিবির প্রতিনিধিরা।



মন্তব্য চালু নেই