রেকর্ডের হাতছানি সাকিবের

রেকর্ড গড়তেই যেন ক্রিকেট খেলছেন বাংলাদেশী অল রাউন্ডার সাকিব আল হাসান। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। এবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচের আগে আরেকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ভারতের বিপক্ষে এই ম্যাচে মাত্র ৪৭ রান করতে পারলেই টি-২০ ক্রিকেটে ১০০০ রান ও ৫০ উইকেট শিকারীদের তালিকায় চলে যাবেন তিনি।

১০০০ রানের সঙ্গে ৫০ উইকেট শিকারের রেকর্ড আছে বিশ্বে একজন ক্রিকেটারের। পাকিস্তানের শহীদ আফ্রিদির সেই রেকর্ড এখন ভাগ বসানোর পালা সাকিবের।

২০১৩ সালে আফ্রিদি প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ডটি করেন। কিন্তু সাকিবে সামনে সুযোগ আছে অন্য দিক থেকে আফ্রিদিকে ছাড়িয়ে যাওয়ার। কারণ ৫০ উইকেটের সঙ্গে ১০০০ রান করতে পাকিস্তানি অল রাউন্ডার খেলেছিলেন ৬৯টি ম্যাচ। সেখানে ৫৫ উইকেটের সঙ্গে ৯৫৩ রান করতে সাকিবের লেগেছে মাত্র ৪৬ টি ম্যাচ।

ফাইনাল ম্যাচে সাকিবের ৪৭ রান তাকে নিয়ে যেতে পারে টি-২০’র হাজারীদের ক্লাবে। এখন পর্যন্ত ২৪ জন ক্রিকেটার এ ক্লাবে নাম লেখাতে পেরেছেন।



মন্তব্য চালু নেই