রূপা গাঙ্গুলির ওপর হামলা

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও বিজেপির রাজনীতিক রূপা গাঙ্গুলির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রূপার অভিযোগ, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে।

এদিকে ভারতের জাতীয় সংবাদমাধ্যমগুলোয় বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হয়েছেন রূপা।

রোববার কলকাতার অদূরে ডায়মন্ড হারবারের কাছে রূপার গাড়িবহরে হামলা করে দুর্বুত্তরা। এতে তিনি আহত হন। তার মাথায় আঘাত লেগেছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে তিনি শঙ্কামুক্ত।

দক্ষিণ ২৪ পরগনা থেকে কলকাতায় ফেরার পথে হামলার শিকার হন রূপা। নির্বাচনী সহিংসতায় আহতদের দেখতে সেখানে গিয়েছিলেন তিনি।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাওড়া (উত্তর) থেকে নির্বাচন করে হেরে যান অভিনেত্রী রূপা গাঙ্গুলি।

এদিকে রূপার ওপর হামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিধানসভায় মমতার কাছে টিকতেই পারেনি নরেন্দ্র মোদির বিজেপি।



মন্তব্য চালু নেই