রুশ বিমানকে ব্রিটিশ বিমানের ধাওয়া

যুক্তরাজ্যের আকাশাসীমা অভিমুখে যাওয়ার সময় রাশিয়ার দুটি বোমারু বিমানকে নিজেদের টাইফুন বিমান দ্বারা তাড়া করেছে দেশটি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রিটিশ বিমানগুলো দেশটির লিঙ্কনশায়ার অঞ্চল থেকে রুশ বিমানকে ধাওয়া করতে পাঠানো হয়েছিল। ব্রিটিশ সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, রাশিয়ার দুটি বোমারু বিমান আশপাশের এলাকা দিয়ে উড়ছিল। কিন্তু যুক্তরাজ্যের আকাশসীমায় ঢোকেনি।

গত বছর নভেম্বর মাসে একই ধরনের ঘটনা ঘটেছিল যখন রাশিয়ার বোমারু বিমান আটলান্টিকের উপর দিয়ে উড়ছিল। ব্রিটিশ বিমান বাহিনী জানায়, এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয় এবং ফাইটার জেটগুলোকে এলার্ট পাওয়ার পর খুব দ্রুতই পাঠিয়ে দেওয়া হয়।

যুক্তরাজ্যের বিমান বাহিনীর প্রাক্তন পাইলট এন্ড্রো ব্রোকে বিবিসিকে বলেন, কোনো ধরনের কারণ ছাড়াই রাশিয়ার বিমান যুক্তরাজ্যের আকাশসীমায় ঢুকতে চেয়েছে।

এতে বুঝা যায় যে, রাশিয়া ক্ষমতা দেখাতে চাইছে। তিনি বলেন, তারা কোনো যুদ্ধের উস্কানি দিতে চাচ্ছে না। এটা স্নায়ুযুদ্ধও নয়। রাশিয়া এই ধরনের কাজের মাধ্যমে আমাদের চোখে আঙুল দিতে চায়।

ডিসেম্বরে ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তারা রাশিয়ার বিমান ঢুকে পড়ার বিষয় নিয়ে আলোচনায় বসেছিল। রাশিয়ার বিমানগুলো যদিও যুক্তরাজ্যের সীমানায় না ঢুকে খুব কাছাকাছি দিয়ে উড়ে যায়। গত এক বছরে রাশিয়ার বিমানকে অন্তত ছয়বার তাড়া করল যুক্তরাজ্যের বিমান।



মন্তব্য চালু নেই