রুশ প্রেসিডেন্ট পুতিন অনেক স্মার্ট : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রশংসা করেছেন। গত নভেম্বরের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের পদক্ষেপের জবাবে মস্কো তড়িঘড়ি করে পাল্টা ব্যবস্থা গ্রহণ না করায় ট্রাম্প পুতিনের প্রশংসা করেন।

শুক্রবার ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণে ‘পুতিনের তাড়াহুড়া না করা একটি ভাল পদক্ষেপ। আমি সব সময় জানি তিনি অনেক স্মার্ট। ’

ওয়াশিংটনে রুশ দূতাবাস ট্রাম্পের এ মন্তব্য রিটুইট করে।

ট্রাম্পের এমন মন্তব্যে ডেমোক্রেটিক দলের পাশাপাশি তার নিজ রিপাবলিকান দলের অনেক সদস্য ক্ষুব্ধ হয়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলার অভিযোগে প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে কূটনীতিক বহিস্কার ও যুক্তরাষ্ট্রে রুশদের দু’টি কার্যালয় বন্ধের ঘোষণা দেন। সিআইএ ও এফবিআইয়ের তদন্তের ভিত্তিতে তিনি বৃহস্পতিবার মস্কোর বিরুদ্ধে এমন পদক্ষেপ নেন।



মন্তব্য চালু নেই