রুবেল-তাসকিনের ইনজুরি, শঙ্কায় জিম্বাবুয়ে সিরিজ

‘এ’ দলের ভারত সফরের শুরুতেই ইনজুরিতে পড়ে দেশে ফিরেছিলেন পেসার তাসকিন আহমেদ। আরো দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলামও দলের সাথে দেশে ফিরেছেন ইনজুরিকে সঙ্গী করেই।

দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই পেসারদের নভেম্বরের বিপিএলের আগেই পুরোপুরি ফিট অবস্থায় ফিরিয়ে আনা যাবে বলে বিশ্বাস বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর। কিন্তু বিপিএলের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সম্ভাব্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের তাদের পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দিহান তিনি, ‘রুবেল ও তাসকিনের প্রত্যাবর্তনের জন্য আমরা বিপিএলকেই টার্গেট করেছিলাম। রুবেল হয়তো আরো আগে ইনজুরি কাটিয়ে উঠতে পারে, কিতু তাসকিনের জন্য বিপিএলের আগে ফেরার সম্ভাবনা একেবারেই সামান্য।’

পুরোপুরি ফিট না হলে, এই পেসারদের খেলানোর ঝুঁকি নেবে না বিসিবি, এমনটাই বলেছেন নির্বাচক কমিটির প্রধান ফারুক আহমেদও, ‘আমার মনে হয়,(জিম্বাবুয়ে সিরিজে) তাদেরকে পাওয়া যাবে কি না সেটা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তবে একটা ব্যাপার নিশ্চিত যে, শুধুমাত্র পুরোপুরি ফিট অবস্থায় থাকলেই তাদেরকে বিবেচনা করা হবে।’

সূত্রঃ দ্য ডেইলি স্টার



মন্তব্য চালু নেই