রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন চলছে। শনিবার বিকেল ৫টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে কেবলমাত্র কাউন্সিলর ও দলটির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠকে দলের গঠনতন্ত্র সংশোধন ও পরবর্তী কমিটির জন্য নেতা নির্বাচন করা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতে সভাপতিত্ব করছেন বলে জানা গেছে। এর আগে প্রথম অধিবেশন শেষে দুপুরের খাবারের বিরতি দেয়া হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পূর্ণ মহাসচিব হিসেবে ঘোষণা দেয়া হতে পারে।

এদিকে বৈঠকে নতুন করে কমিটি গঠন করা হলেও আজ (শনিবার) ঘোষণা করা হচ্ছে না। তবে সর্বোচ্চ দুই মাসের মধ্যেই নতুন কমিটির নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই