রিজেন্ট এয়ারের টয়লেটে ১২ কেজি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রিজেন্ট এয়ারওয়েজের টয়লেট থেকে ১২ কেজি ওজনের ১১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমসের প্রিভেনটিভ টিম। স্বর্ণগুলোর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান কাস্টমস হাউজের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার।

তিনি জানান, ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে শাহজালালে আসা রিজেন্ট এয়ারওয়েজ আর ৭৮৭ বিমানের টয়লেটে স্বর্ণগুলো বিশেষভাবে লুকানো ছিল। এ ঘটনায় আব্দুর রহিম ও রফিকুল ইসলাম নামে বিমানের দুই যাত্রীকে আটক করা হয়েছে। তবে, ধারণা করা হচ্ছে, রিজেন্ট এয়ারের ক্রু এবং স্টাফরাও স্বর্ণগুলো পাচারের সঙ্গে জড়িত।



মন্তব্য চালু নেই