রায় ঘোষণার সময় আদালতে ছিলেন না নিজামীর আইনজীবী

মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় রিভিউ আবেদন খারিজ করে ওই রায় দেন আদালত। তবে এ সময় আদালতে উপস্থিত ছিলেন না নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

এর আগে বেলা সাড়ে ১১ টায় এজলাসে প্রবেশ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ। এরপর তিনি আদালতে বিচারপতি নাজমুন আরা সুলতানার সঙ্গে কিছু পরামর্শ করেন। ১১ টা ৩৩ মিনিটে তিনি রিভিউ খারিজের আদেশে স্বাক্ষর করেন। এ সময় আদালতে প্রায় ৪ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই