রাশিয়ার ২ সামরিক বিমান ছিনতাই

রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চল সাইবেরিয়ার তিযূমেন থেকে রোববার রুশ আধা সামরিক বাহিনীর দুইটি বিমান ছিনতাই হয়েছে। এর একটি দ্রুত অবতরণের সময় বিধ্বস্ত হলেও অন্যটি এখনো নিখোঁজ রয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, অজ্ঞাত কিছু লোক সাইবেরিয়ার তিযূমেন ও ইসহিম থেকে ছোট আকারের আধা সামরিক বাহিনীর দুইটি বিমান ছিনতাই করে। বিমান দুইটির মালিক রাশিয়ার আধা সামরিক এয়ার ক্লাব দোসাফ।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের খবরে বলা হয়, ইয়াক-৫২ নামের বিমানটি ছিনতাইয়ের পর টেকনিক্যাল ত্রুটির কারণে ইয়ালুতোরোভস্ক শহরের নিকটে বিধ্বস্ত হয়। জিওয়াই-৮০-১৬০ এয়ার ক্রাফটটি এখনো নিখোঁজ রয়েছে।

খবরে বলা হয়, ইয়াক-৫২ বিমানটি উড্ডীয়ন করানোর আগেই ছিনতাইকারীরা জিওয়াই-৮০-১৬০ বিমানটি চুরি করে নিয়ে যায়।

ক্রেমলিন জানিয়েছে, নিখোঁজ বিমানটি সর্বশেষ রাজধানী মস্কোর দিকে যেতে দেখা গেছে। রাশিয়ার সব বিমানবন্দরে এ ব্যাপারে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

তথ্যসূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।



মন্তব্য চালু নেই