রাশিয়ার প্রধান শত্রু যুক্তরাষ্ট্র

রাশিয়ার ৭৩ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে তাদের প্রধান শত্রু বলে মনে করে। আর দেশটির অর্ধেকের বেশি মানুষ তাদের প্রধান বন্ধু মনে করে চীনকে। সাম্প্রতিক এক জনমত জরিপে এ সব তথ্য উঠে এসেছে।
রাশিয়ার প্রভাবশালী সংস্থা ভিটিএসআইওএম সেন্টার এ জরিপ চালিয়েছে। জরিপে দেখা যায়, ২০০৮ সালে রাশিয়ার মাত্র ২৫ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে নিজেদের প্রধান শত্রু হিসেবে গণ্য করলেও এখন সে সংখ্যা বেড়ে ৭৩ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। অন্যদিক ৩২ শতাংশ রুশ নাগরিক ইউক্রেনকে দেশটির প্রধান শত্রু হিসেবে গণ্য করে। ২০০৮ সালে এ সংখ্যা ছিল ২১ শতাংশ।
এদিকে, রাশিয়ার বন্ধুর তালিকায় চীন ছাড়া আর সে সব দেশ ঠাঁই পেয়েছে সেগুলো হলো ভারত, আর্জেন্টিনা এবং ব্রাজিল। গত মাসের শেষ দিকে রাশিয়ার ৪২ অঞ্চলের ১৩০টি শহর এবং গ্রামে এ জনমত জরিপ চালানো হয়েছিল।



মন্তব্য চালু নেই