রাবি শিক্ষক হত্যায় শিবির জড়িত : ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলনকে হত্যায় ছাত্রশিবির জড়িত বলে দাবি করেছে ছাত্রলীগ।

রাবি শিক্ষককে হত্যার প্রতিবাদে রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি করে সংগঠনটি। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঢাবি ছাত্রলীগের নেতারা।

মেহেদী হাসান মোল্লা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলনকে জামায়াত-শিবিরের ক্যাডাররা প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করতে হবে। যত দিন পর্যন্ত শফিউল হত্যার বিচার করা না হবে, তত দিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

ওমর শরীফ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবিরের ক্যাডাররা মধ্যযুগীয় কায়দায় শফিউল ইসলামকে খুন করেছে। আমরা হত্যাকারীদের বিচার চাই।’



মন্তব্য চালু নেই