রাবির হলে পুলিশের তল্লাশি, আটক ২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে শিবির সন্দেহে অন্তত ১৬ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ১টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা ও শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে তাদের আটক করে রাজশাহী মহানগর পুলিশের কয়েকটি দল।

এ ছাড়া রাজশাহী মহানগর থেকে আরো ছয়জনকে আটক করে পুলিশ। তবে আটককৃতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘অবরোধে নাশকতা হতে পারে এমন সংবাদের ভিত্তিতে রাতে বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালানো হয়েছে। এ সময় দুই হল থেকে সন্দেহভাজন ১৬ জন ও রাজশাহী মহানগর থেকে ছয়জন শিবির কর্মীকে আটক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘রাত ১টার দিকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে আধা ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়। এরপর সোহরাওয়ার্দী হলে তল্লাশি করে কোনো কিছু উদ্ধার করা না গেলেও দুই হল থেকে মোট ১৬ জনকে আটক করা হয়। আটককৃতদের নগরীর মতিহার থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’



মন্তব্য চালু নেই