রাবির আবাসিক হল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার!

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ডাইনিং এর পাশে নর্দমা থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হলের দক্ষিণ-পূর্ব পাশের নর্দমা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশটি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর। তিনি লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। লিপু ঝিনাইদহ জেলার হরিণাকু-ু থানার মুকিমপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।

লতিফ হল প্রাধ্যক্ষ অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘হলের ডাইনিংয়ের পাশের নর্দমায় প্রথম লাশটি পড়ে থাকতে দেখেন হলের কর্মচারীরা। পরে তারা জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।’

ওই বিভাগের সহকারী অধ্যাপক মো. শতিল সিরাজ বলেন, ‘হলের ডাইনিংয়ের পাশ থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়েছে। তার কক্ষ থেকে ওই জায়গাটা বেশ খানিকটা দূরেই। সেখানে কীভাবে লিপুর লাশ গেল ভাববার বিষয়। লাশের গায়ে কাদা লাগানো এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আর শরীরে পর্যাপ্ত কাপড়-চোপড় ছিলো না। এসব কারণে আমাদের কাছে লিপুর মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না। বিষয়গুলো পুুলিশ তদন্ত করলেই বেরিয়ে আসবে।’

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (পূর্ব) আমীর জাফর বলেন, ‘লাশটি দেখে মনে হচ্ছে মাথায় ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে। বিস্তারিত এখনই জানা যাচ্ছে না।’



মন্তব্য চালু নেই