রানীশংকৈলে জমজমাট ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল প্রতিনিধিঃ ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতি থেকে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনুল হক মাস্টার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আলমগীর সরকার, কৃষি অফিসার মাজেদুল ইসলাম , উপজেলা আ,লীগ ভারপ্রাপ্ত সাধাঃ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, সাবেক উপজেলা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জয় দেবনাথ, পৌর আ,লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, নার্সারী মালিক সমিতির সভাপতি ইয়ারউদ্দিন, মুক্তিযোদ্ধা ও নার্সারী মালিক আঃ মোতালেব।
জানা যায়,প্রতিদিন মেলা চত্তরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

অনুষ্ঠানটি উপাস্থাপনায় ছিলেন উপ- সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।



মন্তব্য চালু নেই