রানা প্লাজা ধসের মামলায় অভিযোগপত্র গ্রহণ

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। এ ছাড়া পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমীনের আদালত এ অভিযোগপত্র গ্রহণ করেন। এ ছাড়া আগামী ২৭ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা তামিলসংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে।

গত ১ জুন রানা প্লাজার মালিক সোহেল রানা, তার বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার মেয়র রেফায়েতউল্লাহসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্ত সংস্থা সিআইডি।

এ মামলায় কারাগারে রয়েছেন সোহেল রানা। জামিনে রয়েছেন ১৬ জন এবং পলাতক রয়েছেন ২৪ জন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে পাঁচটি কারখানার সহস্রাধিক শ্রমিক মারা যান।

এরপর ২৫ এপ্রিল সাভার থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। একটি হলো অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের হত্যা মামলা। অপরটি হলো ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় রাজউকের ইমারত আইনে দায়ের করা মামলা।

রানা প্লাজা ধসে ১১৩৪ জন নিহতের ঘটনায় সাভার থানার এসআই ওয়ালী আশরাফ ভবন মালিক মো. সোহেল রানাসহ ২১ জনের বিরুদ্ধে একটি অবহেলাজনিত হত্যা মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই