’রানা প্লাজা’র জায়গায় ‘মা বাবা সন্তান’

‘রানা প্লাজা’ রিলিজ হওয়ার কথা ছিল ৪ সেপ্টেম্বর। ছবিটি এদিন মুক্তি পাচ্ছে না। তার জায়গায় ঢুকে পড়েছে আগামী মুকুল নেত্রবাদি পরিচালিতি ‘মা বাবা সন্তান’। এতে অভিনয় করেছেন ফাহিম চৌধুরী ও চমক। এই জুটির এটি দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে সাদি নামে তারা আরেকটি চলচ্চিত্রে কাজ করেছিলেন।

এই সম্পর্কে পরিচালক বলেন, ‘নতুনদের মধ্য ওরা দুইজন খুব ভালো অভিনয় করছেন। তাই ওদের নিয়ে ছবিটি নির্মাণ করেছি। ওরা খুব ভালো অভিনয় করেছেন। আশা করছি ছবিটি প্রায় ৮০টি হলে মুক্তি দিতে পারবো’।

‘মা বাবা সন্তানে’র গল্প গড়ে উঠেছে একটি পরিবারের বাবা-মা ও সন্তানের মধ্যে টানাপোড়েন নিয়ে।
এতে গান রয়েছে ৫টি। সবগুলো গানের সঙ্গীতায়োজন করেছেন নবাগত জি.এম. রহমান রনি। কণ্ঠ দিয়েছেন আগুন, মনির খান, আঁখি আলমগীর, স্বীকৃতি, আলম আরা মিনু, আরিফ ও কনা।



মন্তব্য চালু নেই