রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ

দেশের সব সিএনজি স্টেশন শুক্রবার রাত ১২টা থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে।

বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে পরদিন শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে তথ্য বিবরনীতে জানানো হয়।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিএনজি স্টেশনগুলো ২২ সেপ্টেম্বর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯ দিন সার্বক্ষণিক খোলা থাকবে। এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ঈদের ছুটিতে দেশের তিনটি গ্যাসক্ষেত্র বিবিয়ানা, বাঙ্গুরা ও সিলেট বন্ধ থাকায় গ্যাস সরবরাহ নেমে আসবে অর্ধেকে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সরবরাহ স্বাভাবিক রাখতে সিএনজি স্টেশন বন্ধ ও সার শিল্পে সরবরাহ কমিয়ে দেওয়া হবে। এতে আবাসিকে গ্যাসের ঘাটতি দেখা দিতে পারে। যার প্রভাব পড়বে বিদ্যুৎ উৎপাদনে। তবে ঈদের ছুটিতে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে অন্য খাতে সরবরাহ কমিয়ে বা বন্ধ করে হলেও বিদ্যুৎ উৎপাদন ঠিক রাখা হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সুত্র জানিয়েছে।



মন্তব্য চালু নেই