রাত হলেই যেখানে ভয়ঙ্কর

রাত হলেই যেখানে হয়ে উঠে ভয়ঙ্কর, আতঙ্কে থাকে যাত্রীরা, সেই স্থানটি হলো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক। ফরিদপুর জেলার ৬০ কিলোমিটার এলাকায় ডাকাতি যেন থামছেই না।

সেখানকার জনপদ হয়ে উঠছে ভয়ঙ্কর। আইনশৃঙ্খলা রক্ষকারীবাহিনীর টহল থাকলেও নিয়ন্ত্রণে আসছে না সংঘবদ্ধ ডাকাত দলের দৌরাত্ম্য। প্রায় প্রতিদিনই ডাকাত দলের হানার আতঙ্কে থাকে আতঙ্কিত চলাচলকারী যাত্রীরা।

মধুখালী এক আতঙ্ক এলাকা। এখানে ছোটখাটো অপরাধের পাশাপাশি বাস ডাকাতের ঘটনাও নিয়মিত ঘটে। পুলিশের দাবি, অপরাধীদের রুখতে সবসময় তৎপর থাকেন তারা।

এখানে থাকে টহল পুলিশ আর গোয়েন্দা নজরদারি। তারপরও একই জায়গাতেই বারবার ঘটছে অপরাধমূলক কর্মকাণ্ড। ডাকাতি ঠেকাতে বাসযাত্রীদের ভিডিও ফুটেজও ধারণ করে বাস কর্তৃপক্ষ।

সূত্র : আমাদের সময়



মন্তব্য চালু নেই