রাতে সিনিয়র নেতাদের সঙ্গে বসবেন খালেদা জিয়া

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে থাকা না থাকার বিষয় নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত থাকবেন।

বৈঠকে চলমান ইউপি নির্বাচন, সারাদেশে বিএনপির সাংগঠনিক অবস্থা, দলের কমিটি গঠন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির থাকা না থাকা নিয়ে রাতে নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনায় বসতে পারেন বেগম খালেদা জিয়া। আলোচনার পর এ বিষয়ে জানানো যাবে।



মন্তব্য চালু নেই