রাতে ঢাকায় ফিরছেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের দল সানরাইজার্স হায়দারাবাদকে চ্যাম্পিয়ন করেই আজ রাতে ঢাকায় ফিরছেন বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। ভারতের ব্যাঙ্গালুরু থেকে আজ সোমবার রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন কাটার মাস্টার। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল রোববার ফাইনালে দারুণ জমজমাট লড়াই শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই শিরোপার স্বাদ পেলেন এ নবীন।

মুস্তাফিজ এবারের আসরে ১৬ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১৭ উইকেট। উইকেট প্রাপ্তির পাশাপাশি আলোচনায় ছিলেন রান দেয়ায় বেশ কিপটেমি করে। তার ইকোনমি রেট ৬.৯০; যা কিনা এবারের আসরে সবচেয়ে কম।

ভোটিংয়ের মাধ্যমে এবার সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। আর তাতে এককভাবে প্রাধান্য বিস্তার করেই জিতে নেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরষ্কারটি।

উল্লেখ্য, আইপিএল খেলতে ভারতের বিভিন্ন শহরে মোট ৫৫ দিন কাটানোর পর দেশে ফিরছেন মুস্তাফিজ।



মন্তব্য চালু নেই