রাতে আকাশ থেকে আমাদের দেখতে কেমন লাগে?

রাতের বেলা আকাশ থেকে আমাদের দেখতে কেমন লাগে? স্যাটেলাইট থেকে তোলা রাতের বেলার ভারতীয় উপমহাদেশের ছবির দিকে তাকলে বড় অদ্ভুত লাগে।

নাসার তোলা সেই ছবিতে স্পষ্ট দেখতে পাওয়া যায় বাংলাদেশকে। আর ভারতকে উজ্জ্বল দেখা যায়। মনে হয় অনেক বেশি আলো ছড়ানো ছিটানো।

আবার চীনের বৃহত্তর অংশ ও পাকিস্তানও দেখা যায়। তবে এগুলো ওতোটা উজ্জ্বল নয়। এর চেয়ে বেশি আলো ছড়িয়ে আছে বাংলাদেশে।

রাতের বেলা আমরা মহাকাশের দিকে তাকিয়ে অগণিত আলো দেখতে পাই। কোথাও মিটিমিটি, কোথাও উজ্জ্বল। কতকাল ধরে পৃথিবীর মানুষ রাতের আকাশ দেখতে। সেই আকাশ থেকেই যদি দেখা যায় আমাদের। তাহলে তা কেমন দেখায়? এই কৌতুহলই মিটিয়েছে নাসা।



মন্তব্য চালু নেই