রাতেই নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর আগেই নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল হক গভীর রাতে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জোর করে ব্যালট নিয়ে বাক্স ভর্তি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার গৌতম ঘোষ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এদিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর আগেই নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। আজ সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মফিজুর রহমান অভিযোগ করেন, ডুমুরিয়া মাজিদিয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট শুরুর আগেই এক পোলিং অফিসারকে নৌকা প্রতীকে সিল মারতে দেখা গেছে। এ সময় তাঁর পাশে দুই বহিরাগত ছিলেন বলেও জানান তিনি।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার সৈয়দ জসিম উদ্দিন বলেন, ‘ভোটগ্রহণ শুরু হলে এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট নেয়া হয়। কিন্তু কেউ যদি তার আগেই ব্যালটে সিল মারে তা আইনের লঙ্ঘন।’



মন্তব্য চালু নেই