রাণীশংকৈলে গার্লস স্কুলের দেয়াল ঘেষে মূত্র ত্যাগ, ছাত্রী অভিভাবক ও পথচারীরা অতিষ্ঠ

সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শিবদীঘি পৌর বাজারে ভোর থেকে ১০টা পর্যন্ত কেনা বেচা শুরু হয়। ক্রেতা বিক্রেতারা বালিকা উচ্চ বিদ্যালয়ে পশ্চিম দেয়ালের খোলা জায়গায় সকাল থেকে শুরু করে মূত্র ত্যাগ করে আসে প্রতিদিন। বাজারটি প্রতিদিন হওয়ায় ধীরে ধীরে ঐ একই জায়গায় দুর দুরান্ত থেকে আসা লোকজন খোলা জায়গায় ময়লা আবর্জনা সহ মূত্র ত্যাগ করে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানায় পৌর মার্কেটসহ রাস্তার উপরে বাজারটি বসে। যার ফলে ক্রেতা বিক্রেতারা গণশৌচাগার ব্যবহার না করে রাস্তার পাশেই মূত্র ত্যাগ করে দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি করেছে। এ দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ঐ শিবদীঘি পৌর মার্কেটের মেইন রাস্তাটি নাক চেপে পার হতে দেখা যায়। দুর্গন্ধ আর ময়লা আবর্জনায় অতিষ্ট হয়ে পরেছে শিবদীঘি তথা রাণীশংকৈলের মানুষ। এ বিষয়ে বাজারটির ইজারাদার হেদায়তুল্লার সাথে ফোনে কথা বলে জানা যায়- তিনি শিবদীঘির স্থানীয় দোকানদারদেরকে দায়ী করেন। তার বাজারের ক্রেতা বিক্রেতাদের কোন দোষ নেই। তারা পাবলিক টয়লেট ব্যবহার করে।
উপজেলা শেখ রাসেল সভাপতি জাকারিয়া ডন আমাদের প্রতিনিধিকে বলেন- সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাচীর ঘেষে আর্বজনা পরিষ্কার সহ রাস্তার উপর বাজারের কেনা বেচা না হওয়াসহ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। শিবদীঘি স্থানীয় দোকান জাহাঙ্গীর আলম বলেন, দুর-দুরন্ত থেকে আসা লোকজন এমনকি স্থানীয় দোকানদারাও এ জায়গায় মূত্র ত্যাগ করে আসছে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন- প্রায় মিটিংয়ে এই ময়লা আবর্জনার কথা আমি বলে আসছি এর কোন সমাধান পাইনি।



মন্তব্য চালু নেই