রাণীনগরে রেজিষ্ট্রেশনবিহীন মটরসাইকেল চালকের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের

নওগাঁর রাণীনগর থানা পুলিশ রেজিষ্ট্রেশান ও ড্রাইভিং লাইন্সেস বিহীন মটরসাইকেল চালক ও মালিকদের বিরুদ্ধে সাঁড়াশি আভিযান শুরু করেছে। গত জুলাই মাসে কাগজপত্র বিহীন মটর সাইকেল চালক ও মালিকদের বিরুদ্ধে রাণীনগর থানায় ১শ’ ১৬ টি মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত থাকায় প্রতিদিন মটর সাইকেল আটকের পরিমান বৃদ্ধি পাওয়ায় থানা ক্যাম্পাসে পর্যাপ্ত খোলা জায়গা না থাকায় গাড়ি গুলো রাখতে থানা কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে বলে থানা পুলিশ জানিয়েছে। পুলিশি তৎপরতা জোরদারের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ মেঠোপথ থেকে শুরু করে পাঁকা সড়কে মটরসাইকেল চলাচলের তৎপরতা কমে গেছে।

রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহিল জামান বলেন, নাম্বার কর, গাড়ি চালাও, রাস্তায় রেজিষ্ট্রেশান ও ড্রাইভিং লাইন্সেস বিহীন মটরসাইকেল পাওয়া গেলেই তাদের বিরুদ্ধে যথাযথ আইগত ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এপর্যন্ত রাণীনগর থানাপুলিশের অভিযানে ১শ’ ১৬টি মটরসাইকেল চালক ও মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঅভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই