রাণীনগরে আন্তর্জাতিক অহিংস দিবস উদ্যাপন

নওগাঁর রাণীনগরে সারা দেশের মত আর্ন্তজাতিক অহিংস দিবস উদ্যাপিত হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক রাণীনগর উপজেলা কমিটি এর উদ্যোগে গতকাল শনিবার ১০টায় “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস) এর সার্বিক পৃষ্ঠপোষকতায় সুজন-সুশানের জন্য নাগরিক, এক বাংলাদেশ ও দি হাঙ্গার প্রজেক্ট যৌথভাবে রাণীনগরে মানব বন্ধন ও শান্তির পথযাত্রার মধ্য দিয়ে আর্স্তজাতিক অহিংস দিবস উদ্যাপন করা হয়।

সুজন’র রাণীনগর উপজেলা কমিটির সভাপতি আবুল বাশার (চঞ্চল)’র সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, শের-এ বাংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান, ইন্ডেপেনডেন্ট টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই রাণীনগর শাখার উপদেষ্টা আসাদুজ্জামান পিন্টু, সুজন’র সদস্য সাংবাদিক এসএম সাইফুল ইসলাম, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অরুন বোস, সুজন’র সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, সাংগাঠনিক সম্পাদক পাভেল রহমান, নিরাপদ সড়ক চাই’র সভাপতি বখতিয়ার হোসেন ডায়মন্ড, সুজন’র সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আবু হাসান মন্ডল, প্রভাষক সিরাজুল ইসলাম, সাংবাদিক কাজী আনিছুর রহমান, মামুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সুজন’র সদস্য জাহাঙ্গীর আলম খোকন। মানব বন্ধন শেষে শান্তির পথযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।



মন্তব্য চালু নেই