রাজার শোকে ব্যবসা বন্ধ যৌনকর্মীদের

সাত দশক ক্ষমতায় থাকার পর ৮৮ বছর বয়সে তিন দিন আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ। সেই শোকে মর্মাহত পুরো দেশবাসী। বাদ যায়নি ব্যাংককের নিষিদ্ধপল্লীও।

উদ্দাম নৈশজীবন এবং বিলাসবহুল নিষিদ্ধপল্লীর জন্য বিখ্যাত ব্যাংকক। সারা বছর ধরে অগণিত পর্যটক ভিড় জমান এখানে। প্রতিদিন ব্যবসা হয় ভারতীয় মুদ্রার হিসাবে কয়েক কোটি টাকার। সেই মুনাফা উপেক্ষা করেই ব্যাংককের যৌনকর্মীদের সংগঠন শহরের সবকটি নিষিদ্ধপল্লীকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

তবে এতে বেজায় চটেছেন পর্যটকরা। তাদের অনেকেরই বক্তব্য, বিদেশ থেকে ব্যাংককে মজা করতে এসেও একটা দিন নষ্ট হচ্ছে তাদের। ব্যাংককে এই মুহূর্তে রয়েছেন ৮০ হাজারেরও বেশি পর্যটক। তাদের জন্য সুখবর, ব্যবসা একদিনের জন্য বন্ধ করা হয়েছে ঠিকই, তবে খুব শিগগিরই একদিনের জন্য আধা খরচে পরিষেবা দেবেন যৌনকর্মীরা।



মন্তব্য চালু নেই