ছয় পুলিশ আহত

রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে: রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। উপজেলার ঝিকড়া জোয়ানভাগ এলাকায় আজ রবিবার ভোরে পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের সন্দেহ, অজ্ঞাত যুবক কোনো জঙ্গি সংগঠনের সদস্য হতে পারে।

নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, হাতবোমা, বড় হাঁসুয়া, রামদাসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে। সংবাদ সম্মেলনে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাগমারার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে অজ্ঞাত ওই যুবক নিহত হয়। স্থানীয়রা জানান, ভোররাতে তাঁরা ঝিকড়ার এক আমবাগানে গুলির শব্দ শুনেছেন। তবে নিহত যুবককে ওই এলাকায় কখনো তারা দেখেননি। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাগমারা থানার ওসি সেলিম হোসেন ‘বন্দুকযুদ্ধে’ একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। পরে সংবাদ সম্মেলনে জানান এ ঘটনায় ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তবে নিহতের পরিচয় জানাতে পারেননি।



মন্তব্য চালু নেই