রাজশাহীতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে : রাজশাহীতে হেরোইন পাচার মামলায় টগরী খাতুন (৪০) নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে তিন হাজার টাকা। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২) বিচারক খন্দকার হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি কাঠগড়ায় উপাস্থিত ছিলেন। রায় শোনানোর পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৯ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী হাটপাড়া ঘাট গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এ সময় এক কেজি পাঁচশ’ গ্রাম হেরোইনসহ টগরী খাতুনকে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বকচর গ্রামের ওমর আলীর স্ত্রী। পরে এ ঘটনায় বিজিবির সুবেদার মোস্তফা মিয়া বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন, আদালতের অতিরিক্ত পিপি পূর্ণীমা ভট্টাচার্য। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তৌহিদ আল হাসান বাবলা।



মন্তব্য চালু নেই