রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ শিবিরকর্মী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর মির্জাপুর এলাকা থেকে একটি রিভালবার, এক রাউন্ড গুলি ও চারটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তারকৃতর নাম হাসিবুল ইসলাম (২১) তিনি শিবিরকর্মী।

রোববার গভীররাতে নগরীর মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাশকতার ঘটনায় দায়েরকৃত ১২টি এজাহারভুক্ত মামলা আসামি হাসিবুল।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে এ তথ্য নিশ্চত করে র‌্যাব-৫ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, বিনোদপুর এলাকায় ৩০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইয়ামিনের রগ কাটা মামলার এজাহারভুক্ত আসামিরা নগরীর মির্জাপুর এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

এ সময় শিবির ক্যাডার হাসিবুলকে অস্ত্র, গুলি ও ককটেলসহ গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে নগরীর মোল্লাপাড়া এলাকায় র‌্যাব-৫ এর সদর দপ্তরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে নগরীতে ঘটে যাওয়া বিভিন্ন নাশকতা ও হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত।
এরই মধ্যে তিনি সংগঠনটির পক্ষে নাশকতার ঘটনায় জড়িতদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে র‌্যাব জানান।



মন্তব্য চালু নেই