রাজবাড়ীর কিছু খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে কোচিং সেন্টার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে কোচিং সেন্টার। স্কুল গুলোর সামনে লোভনীয় বিজ্ঞাপন শোভা পাচ্ছে কোচিং সেন্টারের। তবে শিক্ষা বিভাগের কোন নজরদারী নেই। জানাগেছে, সরকার কোচিং সেন্টার গুলোর প্রতি নজরদারী করলেও বালিয়াকান্দি উপজেলার নারুয়া, জঙ্গল, নবাবপুর, বালিয়াকান্দি, বহরপুর, জামালপুর ও ইসলামপুর ইউনিয়নের প্রতিটি স্কুল কেন্দ্রিক গড়ে উঠেছে প্রাইভেট পড়ানো ও কোচিং সেন্টার। এসকল কার্যক্রম পরিচালনা করছে স্কুলের শিক্ষকরা। প্রকাশ্যে এ কার্যক্রম চললেও শিক্ষা বিভাগ রয়েছে রহস্যজনক কারনে নিরব। অনেকে স্কুলের শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় পাশ করে না। ফলে অভিভাবকরা পড়েছে বিপাকে। সচেতন অভিভাবকরা বিষয়টি নজরে নিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
বালিয়াকান্দিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা
BK-01রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী পালনের লক্ষে সোমবার বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ হান্নান মাষ্টার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ শাহ জালাল, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, ওয়াকার্স পার্টির সভাপতি ছলেমান আলী মোল্যা দলু, কমিউনিস্ট পার্টির সভাপতি এস,এম দাউদ খান, জাতীয় পার্টির সভাপতি আশরাফ আলী মিয়া, যুবলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ হারুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারী কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধান, সাংবাদিক, সুধিমহল উপস্থিত ছিলেন। এ বছর বিভিন্ন আয়োজনের সাথে দিনব্যাপী বই মেলার আয়োজন থাকবে।
বালিয়াকান্দিতে বড় ভাইয়ের ঘরবাড়ী ভেঙে নিয়েছে ছোট ভাই
রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের শালমারা গ্রামে রবিবার সন্ধ্যায় বড় ভাইয়ের বাড়ীর ছাপড়া ঘর ভেঙ্গে নিয়ে গেছে ছোট ভাই ও তার লোকজন। শালমারা গ্রামের ওয়াজেদ আলী শেখ জানান, জমিজমা নিয়ে ছোট ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করলে তার লুৎফর রহমান, সালেহা খাতুন, জয়নুদ্দিন শেখ, জাহাঙ্গীর হোসেন, নাজমুল শেখ, আলেকা বেগম, আশিক, রাবেয়া বেগমসহ তাদের লোকজন রবিবার সন্ধ্যায় কেউ বাড়ীতে না থাকার সুযোগে বাড়ীর ঝাপড়া ঘরের টিন খুলে নিয়ে যায়। এসময় তারা ঘরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়।
কালুখালী উপজেলার প্রথম প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত____ _____ ___
সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রথম প্রকৌশলী শেখ মোঃ আজিম উদ্দিনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা এল.জি.ই.ডি অফিসে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে ঠিকাদার উত্তম কুমার কুন্ডু, সংবর্ধিত প্রকৌশলী (অবঃ) শেখ মোঃ আজিম উদ্দিন, ঠিকাদার ইদ্দিস আলী মন্ডল, ঠিকাদার রজব আলী, উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, আজাদুল ইসলাম, আমিনুল ইসলাম, দবির উদ্দিন, আ. হালীম প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য,২০১০ সালে কালুখালী উপজেলা সৃষ্টির পর প্রথম প্রকৌশলী হিসেবে শেখ মোঃ আজিম উদ্দিন যোগদান করেন।



মন্তব্য চালু নেই