রাজবাড়ীতে একসাথে ৫ হত্যা মামলার ৩ আসামী অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে আলোচিত ৫ হত্যা মামলার ৩ আসামীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে জেলার পাংশা উপজেলার সাদার চর বাজার এলাকা হতে এই তিন চরমপন্থীকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী জেলার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, ২০০৯ সালে পাংশা উপজেলার সাদারচর এলাকায় একসাথে ৫ টি হত্যাকান্ড ঘটে । এই আসামীরা সকলেই ওই হত্যা কান্ডের এজাহার নামীয় আসামী। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলামের নেতৃত্বে এসআই নিজামউদ্দিন, এ এস আই হিরোন কুমার বিশ্বাস ও এএসআই হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স ডাকাতির প্রস্তুুতিকালে ১ টি দেশীয় তৈরি ওয়ান স্যুটারগান ও পাচ রাউন্ড বন্দুকের গুলিসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো, পাংশা উপজেলার চররামনগর গ্রামের আব্দুল সিকদারের ছেলে জামাল সিকদার. একই এলাকার হাসেম শেখের ছেলে বাবলু শেখ, পাবনা জেলার জব্বার মোল্লার ছেলে ইসমাইল মোল্লা। এদের নামে হত্যা ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই