রাজপথে মিনি স্কার্ট পরা তরুণীর কাণ্ড!

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর ডেট্রয়েট।শহরের মবিল গ্যাস স্টেশনে রাত তখন ৪টা ৩০ মিনিট।হঠাৎ দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।কোনো কিছু বুঝে ওঠার আগেই নিকটেই পার্ক করা গাড়ি থেকে বের হয়ে আসে মিনি স্কার্ট পরা এক কৃষ্ণাঙ্গ তরুণী। নিজের অন্তর্বাস থেকে অস্ত্র বের করতে করতে সোজা এগিয়ে যায় তার প্রতিপক্ষ একটি গাড়ির দিকে। কোনো কথা না বলে সোজা গুলি করতে থাকেন গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে থাকা এক ব্যক্তিকে টার্গেট করে। আজ ব্রিটেনের বহুল প্রচারিত ট্যাবলয়েড পত্রিকায় এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পুরো ঘটনাটিই সিসিটিভি ফুটেজে ধরা পরে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, মিনি স্কার্ট পরা কৃষ্ণাঙ্গ ওই নারী নিজের অন্তর্বাস থেকে পিস্তল বের করে যখন গাড়ির ঐ আরোহীকে লক্ষ্য করে গুলি করছিল তখন তাকে ঠেকাতেও কেউ এগিয়ে আসেনি।তার প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের ঐ সদস্যকে টার্গেট করে একাধিক গুলি ছুড়লেও তার কিছুই হয়নি বলে পুলিশ জানিয়েছে।তবে কী নিয়ে এই গোলযোগ সে ব্যাপারে পুলিশ পরিষ্কার করে কিছু বলেননি।এক পর্যায়ে গাড়ির চালকের আসনে থাকা ঐ লোকটি গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করে।পুলিশ বলছে এতগুলি গুলি করার পরও আশ্চর্যজনকভাবে ওই লোকটি প্রাণে বেঁচে যায়। হামলার শিকার ঐ লোকটি গাড়ি চালিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের এক সদস্য গাড়ির ধাক্কায় আহত হয়। তারপর ওই নারী এবং তার দলের অন্য সদস্যেরাও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে শহর থেকে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে ওই নারী।



মন্তব্য চালু নেই