রাজন হত্যা: কামরুল ও শামীমের সম্পদ ক্রোক

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলাম ও তার ভাই শামীম আহমদের মালামাল ক্রোক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার কুমারগাঁও শেখপাড়ায় অবস্থিত আসামিদের গ্রামের বাড়ি থেকে তাদের মালামাল ক্রোক করা হয়।

মহানগরীর জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, কামরুল ও শামীমের বসতঘর থেকে টিভি, ফ্রিজ, আলনা ও দু’টি কাঠের খাটসহ বিভিন্ন আসবাবপত্র ক্রোক করা হয়েছে।

তবে অপর পলাতক আসামি জাকির হোসেন পাভেল সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার বাসিন্দা হওয়ায় সংশ্লিষ্ট থানা পুলিশ তার বাড়ির মালামাল ক্রোক করবে।

এর আগে সোমবার রাজন হত্যা মামলার চার্জশিট আমলে নিয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক সাহেদুল করিম তিন পলাতক আসামি কামরুল, শামীম ও পাভেলের বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত ৮ জুলাই সকালে সিলেট নগরীর উপকণ্ঠ কুমারগাঁও এলাকায় খুঁটির সঙ্গে বেঁধে শিশু রাজনকে হত্যা করা হয়।

রাজন সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের আজিজুর রহমান আলমের ছেলে।



মন্তব্য চালু নেই